অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
بسم الله الرحمن الرحیم
إِلَهِي عَظُمَ الْبَلاءُ وَ بَرِحَ الْخَفَاءُ وَ انْكَشَفَ الْغِطَاءُ وَ انْقَطَعَ الرَّجَاءُ وَ ضَاقَتِ الْأَرْضُ وَ مُنِعَتِ السَّمَاءُ وَ أَنْتَ الْمُسْتَعَانُ وَ إِلَيْكَ الْمُشْتَكَى وَ عَلَيْكَ الْمُعَوَّلُ فِي الشِّدَّةِ وَ الرَّخَاءِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ أُولِي الْأَمْرِ الَّذِينَ فَرَضْتَ عَلَيْنَا طَاعَتَهُمْ وَ عَرَّفْتَنَا بِذَلِكَ مَنْزِلَتَهُمْ فَفَرِّجْ عَنَّا بِحَقِّهِمْ فَرَجا عَاجِلا قَرِيبا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ يَا مُحَمَّدُ يَا عَلِيُّ يَا عَلِيُّ يَا مُحَمَّدُ اكْفِيَانِي فَإِنَّكُمَا كَافِيَانِ وَ انْصُرَانِي فَإِنَّكُمَا نَاصِرَانِ يَا مَوْلانَا يَا صَاحِبَ الزَّمَانِ الْغَوْثَ الْغَوْثَ الْغَوْثَ أَدْرِكْنِي أَدْرِكْنِي أَدْرِكْنِي السَّاعَةَ السَّاعَةَ السَّاعَةَ الْعَجَلَ الْعَجَلَ الْعَجَلَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ بِحَقِّ مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ
হে ইলাহী ( আমার মাবূদ/ উপাস্য ) বালা ( মুসীবত ) বিরাটাকার ধারণ করেছে , গোপনীয়তা প্রকাশ পেয়েছে ( গোপন লুক্কায়িত বিষয় প্রকাশিত হয়ে গেছে ) , পর্দা উন্মোচিত হয়েছে , আশা ভঙ্গ হয়েছে , পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে , আসমান ( আকাশ ) বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত থেকেছে ( আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে ) ,
একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করা হয় , একমাত্র আপনার কাছেই (আমাদের সকল
) অভিযোগ ( ও শিকায়ত ) , কি কঠিন বিপদকালে কি প্রাচুর্যের সময় ( অর্থাৎ সর্বাবস্থায় ) একমাত্র আপনার উপরই ( আমাদের ) নির্ভরতা ( আমরা সর্বাবস্থায় একান্তভাবে নির্ভরশীল আপনার উপরই ) ।
হে আল্লাহ , হযরত মুহাম্মদ ( সা .) ও তাঁর আলের ( নিকটাত্মীয় ও বংশধর আহলুল বাইত ) উপর দরূদ ও সালাত প্রেরণ করুন যারা হচ্ছেন ( মুসলিম উম্মার ) সার্বিক বিষয়ের ( বৈধ ) কর্তৃত্বশীল কর্তৃপক্ষ ( উলিল আমর ) যাদের আনুগত্য আমাদের উপর আপনি ফরয ( বাধ্যতামূলক ) করেছেন এবং এভাবে আপনি আমাদেরকে আপনার কাছে তাদের সুউচ্চ মাকাম ও মর্য্যাদের সাথে পরিচিত করিয়ে দিয়েছেন । সুতরাং তাঁদের উসীলায় আমাদের থেকে ( সকল বিপদাপদ , দু:খ ও দুশ্চিন্তা দূর করে ) আমাদেরকে এমন মুক্তি দিন যা হবে অতিসত্বর অতিনিকটবর্তী চোখের পলক ফেলার মতো অথবা এর চেয়েও ( আরো অধিক দ্রুত ও) আরো অধিক নিকটবর্তী । হে মুহাম্মাদ ( সা .) , হে আলী ( আ .) , হে আলী ( আ .) , হে মুহাম্মাদ , ( সা .) আপনারা দুজন আমার জন্য যথেষ্ট হয়ে যান ( বিপদাপদ থেকে আমাকে রক্ষা করুন ) । কারণ আপনারা দুজন রক্ষাকারী ( ও যথেষ্ট ) । আপনারা আমাকে সাহায্য করুন । কারণ আপনারা দুজন হচ্ছেন সাহায্য কারী ।
হে আমাদের মাওলা ( নেতা ) , হে যুগের অধিপতি ( সাহিবায যামান
) , ( আমাকে )সাহায্য করুন , ( আমাকে ) সাহায্য করুন , ( আমাকে ) সাহায্য করুন , আমাকে উদ্ধার করুন , আমাকে উদ্ধার করুন , আমাকে উদ্ধার করুন , এখনই , এখনই , এখনই , ত্বরা করুন , ত্বরা করুন , ত্বরা করুন
হে সবচেয়ে মেহের বান ( দয়ালু ) আল্লাহ , হযরত মুহাম্মদ ( সা .) ও তাঁর আলের ( নিকটাত্মীয় ও বংশধর আহলুল বাইত- আ - ) উসীলায় ( আমাদের ত্রাণকর্তা হযরত ইমাম মাহদীর ( আ .) আবির্ভাব ত্বরান্বিত করুন ) ।
ইমাম মাহদীর (আ.) সুস্থতার জন্য দুআ :
হে আল্লাহ , আপনার ওয়ালী ( বন্ধু ) হুজ্জাত ইবনুল হাসান আল - মাহদীর ( আ .) জন্য - তাঁর উপর এবং তাঁর পূর্ব পুরুষদের সবার উপর আপনার অশেষ দরূদ ও সালাত বর্ষিত হোক - হয়ে যান এই সময় এবং সব সময় তাঁর ওয়ালী ( অভিভাবক পৃষ্ঠপোষক ) , রক্ষক , নেতা , সাহায্যকারী , রাহনুমা ( পথপ্রদর্শক ) ও চক্ষু ( দৃষ্টি শক্তি ) । (
হে আল্লাহ পাক ) আপনার যমীনে তাঁকে আবাসন দিন এমতাবস্থায় যে তিনি আপনার আনুগত্য ও আপনার বিধি বিধান বলবৎ ও জারী করবেন
এবং তাঁকে এ পৃথিবীতে দীর্ঘজীবি করুন ।